Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ


অকৃতকার্য শিক্ষার্থীরা বেলা ১১টায় বোর্ড চত্বরে অবস্থান নেন। তাঁরা নানা ধরনের স্লোগান দেন। ‘জেগেছে রে জেগেছে/ ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়/ বৈষম্যের ঠাঁই নাই’—এ রকম আরও নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা একপর্যায়ে বোর্ড চেয়ারম্যান ও সচিবের কক্ষের সামনে বিক্ষোভ করেন। বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অনেকেই বোর্ড চত্বরে অবস্থান করছিলেন।

বিক্ষোভকারীরা বলেন, ফলাফলে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের নামে বৈষম্য করা হয়েছে। তাই তাঁদের সব বিষয়ে পাস করিয়ে দিতে হবে। এক শিক্ষার্থী বলেন, গত বৃহস্পতিবার এক দফা দাবিতে বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল। দাবি মেনে না নিলে চট্টগ্রামের সব রাস্তা অচল করে দেওয়া হবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত