Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রাম মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪


চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযানে আরও ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা পুলিশ। তারা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত।

শুক্রবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাররা হলেন হালিশহর থানার আসামি আবেদুজ্জামান আমেরী (৪২), আকবরশাহ্ থানার আসামি মো. শাহরাজ (২৪), মো. আলমগীর (৩০), মো. খাইরুল আলম (৩৭), মো. জুয়েল রানা (২৭), ডবলমুরিং মডেল থানার আসামি মো. আনোয়ার হোসেন (২২), সুকিমং চাকমা (৩০), মো. ফরহাদ (২৭), মো. মাহতাব মোল্লা (৩২), ইমরান হোসেন ওরফে এমরান (২৩), চান্দগাঁও থানার আসামি মো. মহি উদ্দিন (২৯), মো. শাকবিুল হাসান অনিক (২৩), মো. সাগর (২৮), সাইফুল ইসলাম (৩২), কর্ণফুলী থানার আসামি সাদ্দাম হোসাইন (৩০), সদরঘাট থানার আসামি মো. রিয়াজ (২৫), পাহাড়তলী থানার আসামি মো. আলাউদ্দিন (৫০), মো. ইসমাইল হোসেন (৩৬), বাকলিয়া থানার আসামি জহিরুল ইসলাম (২৪), মো. মামুন (২০), চকবাজার থানার আসামি মো. রাশেদ মিয়া (২৪), মো. মাসুম (২৯), মো. রাসেল হাওলাদার (২২), শওকত নুর (২৬), পতেঙ্গা থানার আসামি মো. আব্দুল মোতালেব (৪৮), বায়েজিদ বোস্তামি থানার আসামি মো. সাগর (২৪), মো. সিয়াম (২০), বন্দর থানার আসামি মনির আসলাম (২৩), মো. জাহাঙ্গীর (২৮), খুলশী থানার আসামি মো. শাকিল (২১), ইপিজেড থানার আসামি মো. সাইফুল ইসলাম (৩০), পাঁচলাইশ থানার আসামি মো. সুমন (২০), কোতোয়ালি থানার আসামি মেহেরাজ রহমান রাকিব (২৯) এবং গোলাপী বেগম (৪৬)।

এমডিআইএইচ/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত