অভিযুক্ত যুবলীগ নেতার নাম আজিজ উদ্দিন। তিনি উপজেলা যুবলীগের সহসম্পাদক। তাঁকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া সাতজনের নামোল্লেখ করে মামলায় আরও পাঁচ-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, আজিজ উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সশস্ত্র সন্ত্রাসী রাত সাড়ে নয়টার দিকে ইটভাটাটিতে গিয়ে হামলা-ভাঙচুর শুরু করেন। এ সময় ইটভাটার চার–পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। ইটভাটার ক্যাশবাক্স থেকে তাঁর তিন লাখ টাকা ছিনিয়ে নেন। এ ছাড়া তিনটি মুঠোফোনও লুট করা হয়। একপর্যায়ে শ্রমিকেরা ধাওয়া দিলে সন্ত্রাসীরা তাঁদের একটি মুঠোফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে অটোরিকশাটি জব্দ করে।