অনলাইনে আবেদনের ফি জমাদানের পর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না। যেকোনো ধরনের তথ্য সংশোধনের জন্য প্রার্থীকে পুনরায় ফি প্রদান সাপেক্ষে নতুনভাবে আবেদন করতে হবে এবং সর্বশেষ আবেদনপত্রটি চূড়ান্ত বলে বিবেচিত হবে। O-Level/ A-Level পাস করা প্রার্থীকে Director General of Medical Education, Mohakhali, Dhaka হতে Equiva lence Certificate ও ID নম্বর সংগ্রহ করে আবেদন করতে হবে।
ভর্তি–সংক্রান্ত যাবতীয় তথ্য নৌবাহিনী মেডিকেল কলেজের ভর্তি–সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানায় পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ভর্তি–সংক্রান্ত তথ্যের জন্য [email protected] ঠিকানায় ই-মেইল এবং ০১৭৬৯৭০২৭৮৮ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। অনিবার্য কারণবশত ভর্তিপ্রক্রিয়া বাতিল হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।