Homeদেশের গণমাধ্যমেচকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু



কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৭ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১১:৪০, ৭ জানুয়ারি ২০২৫

বন্য হাতি। ফাইল ছবি


কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (২৭) নামে এক কৃষক মারা গেছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল আলম দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। 

স্থানীয়রা জানান, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউ খেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। গত এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে ফসল নষ্ট করছিল। লাউ খেত পাহারা দেওয়ার সময় ফরিদুল হঠাৎ হাতিটির সামনে পড়েন। দৌড়ে পালানোর চেষ্টা করলেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “গভীর রাতে লাউ খেত পাহারা দেওয়ার সময় ফরিদুল হঠাৎ হাতিটির সামনে পড়েন এবং নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন। হাতিটি তাকে পায়ে পিষে হত্যা করে।” 

বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা/তারেকুর/ইমন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত