Homeদেশের গণমাধ্যমেঘোষণার আগে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিব্রত পড়শী, আবার আনন্দিতও

ঘোষণার আগে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিব্রত পড়শী, আবার আনন্দিতও


পরে বিয়ে প্রসঙ্গে পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি পড়শী ও নিলয়ের আনুষ্ঠানিক ফটোশুট হবে। ইচ্ছা ছিল, ফটোশুটের সেই স্থিরচিত্র প্রকাশ করে বিয়ের খবরটি সবাইকে জানাব। কিন্তু তা আর হলো কই।’ এহসান জানালেন, আগামী ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি দুই পরিবার পড়শী ও নিলয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা ভাবছে। কোনো কারণে যদি সেদিন অনুষ্ঠান করা সম্ভব না হয়, তাহলে ঈদের পর এ আয়োজন করা হবে।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তাঁর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। দুই বছর আগে অভিনয়েও নাম লিখিয়েছেন পড়শী। ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে তাঁকে দেখা গেছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত