সড়কের পাশাপাশি কলকাতার অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল ও এলাকাতেও পানি জমেছে। রক্ষা পায়নি কলকাতার পিজি হাসপাতাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। কলেজ স্ট্রিট, রবীন্দ্রসরণি, শ্যামবাজার, বাগবাজার, হাতিবাগান, বউবাজার, শিয়ালদহ, মহাত্মা গান্ধী রোড, হেদুয়া, হাওড়া ময়দান, বিটি রোড, বেহালা, ভবানীপুর, পার্ক সার্কাস, উল্টোডাঙ্গা, সেন্ট্রাল এভিনিউ, বালিগঞ্জ, টালিগঞ্জ, গড়িয়াহাট, গড়িয়া, সোনারপুর, বেহালা, গলফগ্রিন, রডন স্ট্রিট থেকে দমদম, কৈখালী, নাগেরবাজার, লেক টাউন, বেলগাছিয়া ও এয়ারপোর্ট এলাকা।