Homeদেশের গণমাধ্যমেঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু

ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু


নোয়াখালীর বেগমগঞ্জে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে স্মৃতি আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি একই ইউনিয়নের গাজীর বাড়ির কামাল হোসেনের মেয়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়রা জানান, স্মৃতির বাবা একজন প্রবাসী। সে একচালার একটি ঘরে একা থাকত। পার্শ্ববর্তী ঘরে থাকতেন তার সৎমা আফরোজা বেগম। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন লোক ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দেখতে পান একটি ঘরে আগুন জ্বলছে। দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় ঘরে থাকা স্মৃতি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত