Homeদেশের গণমাধ্যমেঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড

ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর এবারের আসরে ব্যাটসম্যানদের রাজত্বের আরেকটি উদাহরণ দেখা গেল বিকেএসপির ৪ নম্বর মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংসে ছিল রানের ফোয়ারা, যেখানে আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার, করেছেন ১৪৯ রান। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠলেন তাসকিন আহমেদ—এবার অবশ্য বল হাতে!

মোহামেডানের এই পেসার বল হাতে উইকেট পেলেও দিনশেষে তার নাম লেখা হয়ে গেল এক বিব্রতকর রেকর্ডে। ১০ ওভার বল করে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ১০৭ রান! যা লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল। বিশেষ করে শেষ দুই ওভারে তার বোলিংয়ে বয়ে যায় রানের সুনামী। গাজী গ্রুপের ব্যাটার তোফায়েল আহমেদ ২৯ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার বড় অংশই আসে তাসকিনের শেষ দুই ওভারে—যেখানে তিনি দেন ৪৫ রান!

তাসকিনের এই ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে স্পেলের রেকর্ড ছিল ১০৪ রান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বেনোনিতে ১০৪ রান দিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন। গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেনও ৯ ওভারে ১০৪ রান খরচ করেছিলেন। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে এক নতুন মাত্রা যোগ করলেন তাসকিন আহমেদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত