Homeদেশের গণমাধ্যমেগৌরনদীতে আ.লীগের ৪৮ নেতাকর্মীর নামে মামলা

গৌরনদীতে আ.লীগের ৪৮ নেতাকর্মীর নামে মামলা


বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন চাঁদশী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হাওলাদার।

এ নিয়ে গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

যুবদল নেতা ফিরোজ হাওলাদারের দায়ের করা মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহমুদুল রহমান সুমন মোল্লা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান ইসলাম রাতুল শরীফসহ ৪৮ জন। এ ছাড়াও মামলায় আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৪০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের ফিরোজ হাওলাদার মঙ্গলবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আমিনুল ওরফে ডায়মন্ড (৩৫), মোস্তফা মল্লিক (৪৪) ও ইয়ামিন পাইকে (২১) গ্রেপ্তার করে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ অক্টোবর সকালে মামলার বাদী ফিরোজ হাওলাদার পশ্চিম শাওড়া খান বাড়ির সংলগ্ন দিয়ে যাওয়া সময় পূর্ব থেকে ওত পেতে থাকা মামলার প্রধান আসামি হারিছুর রহমানের নির্দেশে ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে বাদী মাথা সরিয়ে ফেললে প্রতিবেশী হ্যাপী আক্তারের মাথায় কোপ লেগে গুরুতর জখম হন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত