তহুরার এলাকা থেকেই উঠে এসেছেন জাতীয় দলের দুই শামসুন্নাহার। তাঁরা ভালো বন্ধু। স্কুলে যাওয়ার সময় চারজন জাম পাড়তে পাড়তে যেতেন। আসার সময়ও জাম পাড়তেন। তহুরা ডুব দেন সেই সময়ে, ‘মানুষ দেখলে আমাদের দৌড়ানি দিত। মানুষের টিনের চালে ঢিল মারতাম। আমি আর ছোট শামসুন্নাহার পুকুরের পাড় থেকে গাছে ঢিল মেরে বরই পাড়তাম। শামসুন্নাহার, সাবিনা দেখত। সেই দিনগুলো ছিল অনেক আনন্দের।’
তহুরা দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। কিন্তু ভোলেননি নিজের গ্রাম, পুকুর, বিল, মাছ ধরা আর অবশ্যই অকালপ্রয়াত বন্ধু সাবিনাকে।