Homeদেশের গণমাধ্যমেগোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই পক্ষের জনসভা স্থগিত, পাল্টাপাল্টি অভিযোগ

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই পক্ষের জনসভা স্থগিত, পাল্টাপাল্টি অভিযোগ


গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়ালন্দ বাজার রেলস্টেশনে পৌর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে এক পক্ষ। পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আসলাম মিয়া। সভায় জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মূল কমিটির নেতৃত্বে দলীয় কর্মসূচি করার আহ্বান জানিয়ে কৃষক দলের নেতা আসলাম মিয়া বলেন, ‘দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর জন্য কাজ করব। যদি আপনাকে (খৈয়ম) মনোনয়ন দেয়, আমরা আপনার জন্য কাজ করব। সিনিয়র নেতা হয়ে দলের বিরুদ্ধে কীভাবে আলাদা কর্মসূচি পালন করেন, বোধগম্য হয় না। কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান উপদেষ্টা আসার কথা থাকায় আমরা কর্মসূচি স্থগিত করছি।’

সভায় জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। কাউন্সিলরদের ভোটে উপজেলা ও পৌরসভাসহ ওয়ার্ডে ওয়ার্ড সম্মেলন করে কমিটি গঠন করেছেন। নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে তারা (অন্য পক্ষ) আলাদা কর্মসূচি করবে, সেটা হবে না।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত