Homeদেশের গণমাধ্যমেগোপালগঞ্জে প্রথম তারাবির নামাজে মুসুল্লীদের ঢল

গোপালগঞ্জে প্রথম তারাবির নামাজে মুসুল্লীদের ঢল



গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১ মার্চ ২০২৫  

মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ের ঢল নামে মুসল্লিদের। 


রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। তারাবির নামাজের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পশ্চিম আকাশে দেখো মেলে রজমানের চাঁদ। এরপরই জেলা শহরের কোর্ট মসজিদ ও জেলার মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ের ঢল নামে মুসল্লিদের। 

সোয়া ৮টায় শুরু হওয়া তারাবির নামাজে অংশ নিতে মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে হাজির হন। এতে পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদগুলো।

রমজান পেয়ে সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস দেখা গেছে। তারাবির নামাজ আদায়ের পর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে।

নামাজ শেষে মুসুল্লীরা দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

ঢাকা/বাদল/এস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত