Homeদেশের গণমাধ্যমেগুপ্ত সংগঠনের অস্তিত্ব না রাখার ক্ষমতা ছাত্রদলের রয়েছে: সভাপতি

গুপ্ত সংগঠনের অস্তিত্ব না রাখার ক্ষমতা ছাত্রদলের রয়েছে: সভাপতি


ছাত্রদল কোনো গুপ্ত সংগঠনের অস্তিত্ব রাখবে না মনে করলে তা-ই বাস্তবায়নের ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক।

ছাত্রদল সভাপতি বলেন, আপনারা লক্ষ্য করবেন, গুপ্ত সংগঠনের ক্যাম্পাস কমিটিগুলো হয় দুই-তিন-পাঁচ সদস্যবিশিষ্ট। আমাদের অভিজ্ঞতা বলে ছাত্রদলের মতো নৈতিক সৎ সাহস নেই যে, তারা তাদের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। সে কারণে তারা এখনো গুপ্ত সংগঠন হিসেবে বিরাজমান।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা চলমান রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেও ছাত্রদল তার প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

সৈকত ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত