Homeদেশের গণমাধ্যমেগুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না হাবিপ্রবি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না হাবিপ্রবি


গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমরা একাডেমিক কাউন্সিলে উপস্থিত সবার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয় সিদ্ধান্ত নিয়েছি। সামনে অ্যাডহক কমিটির সভায় ভর্তির তারিখ, শর্ত এবং ভর্তিপদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

গুচ্ছ ভর্তিপদ্ধতি থেকে বের হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে অংশ নিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে গুচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি বেশি হচ্ছে। বিশেষ করে দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার কারণে সেশনজট। সবদিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৬৮তম একাডেমিক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত