নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি এ কে এম শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান’ ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শহরের চাষাঢ়া মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর একপর্যায়ে ভবনটিতে আগুন দেওয়া হয়।
এ সময় ছাত্র-জনতা ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও।’ ‘শামীম ওসমানের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’-সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানায়, স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েও অনলাইনে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এর ধারাবাহিকতায় ছাত্র-জনতা একত্রিত হয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন চিহ্ন গুঁড়িয়ে দিচ্ছে। আমান ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থী পরিচয়ে আশরাদ আলী নামে এক যুবক বলেন, স্বৈরাচার ও সন্ত্রাসী শামীম ওসমানের আত্মীয়ের বাড়ি ছিল এটি। এটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখনো ভাঙার কাজ চলছে।
উল্লেখ্য, শামীম ওসমানের দাদা এম ওসমান আলী ওরফে খান সাহেব ওসমান আলী এই বাড়িতে বসবাস করতেন। আর এখানেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করে আসছেন। তবে আওয়ামী লীগের ওসমান পরিবারের প্রতিদ্বন্দ্বীরা এ নিয়ে আপত্তি করেছেন।