তারা বলল, তোমরা প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওই গরুটি কেমন হবে।
মুসা (আ.) বলল, আল্লাহ বলেছেন এ এমন একটা গরু, যা বুড়াও নয়, অল্প বয়সীও নয়—মাঝবয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ, তা পালন করো।
তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওর রং কী হবে।
মুসা (আ.) বলল, আল্লাহ বলেছেন সেটা হবে হলুদ রঙের বাছুর, তার উজ্জ্বল গাঢ় রং যারাই দেখবে, তারাই খুশি হবে।
তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, গরুটা কী ধরনের। আমাদের কাছে গরু তো একই রকম। আর আল্লাহর ইচ্ছায় নিশ্চয় আমরা পথ পাব।
মুসা (আ.) বলল, এ এমন এক গোবৎস, যাকে জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত।
তারা বলল, এখন তুমি তথ্য ঠিক এনেছ। যদিও তারা জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা সেটাকে জবাই করল। (সুরা বাকারা: ৬৭ থেকে ৭১)
এখানে অপরাধী নিজের অপরাধ লুকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ একটি জবাইকৃত গাভির মাধ্যমে তার কুকর্ম ফাঁস করে দেন। কোরআনে আছে, যখন তোমরা একটা লোককে খুন করে একে অন্যের ওপর দোষ চাপাচ্ছিলে, আল্লাহ তা প্রকাশ করতে চাইলেন তোমরা যা গোপন করেছিলে। (সুরা বাকারা: ৭২)