Homeদেশের গণমাধ্যমেগাজীপুরে ওষুধ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

গাজীপুরে ওষুধ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪



নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৮ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় একটি ওষুধ উৎপাদন কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। 

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গাজীপুর মহানগরীর হরিণাচালা এলাকার জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ ওরফে স্বাধীন (১৮), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (২০) ও বগুড়ার শিবপুর এলাকার রফিকুল ইসালামের ছেলে আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদন কারখানা রয়েছে। ওই কারখানার নামাজের কক্ষের পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখাছিল কেমিক্যালের ড্রাম। বিকাল পৌনে ৫টার দিকে হাঠাৎ ওই কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সেসময় সেখানে কাজ করতে থাকা চার শ্রমিক দগ্ধ হন।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। এছাড়া দগ্ধ চার জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়।

ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক জানান, কারখানার কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে চার জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর দমকল বাহিনীর উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলেন। কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।”

ঢাকা/রেজাউল/সনি





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত