ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারাভিযানকালে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংঘাত বন্ধে একটি চুক্তি করতে চান।
প্রায় তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষের ধারণা, এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। তিনি মনে করেন, যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির সদিচ্ছা আছে।
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। তিনি মনে করেন, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।