মিসরের রাজধানী কায়রোয় ফিলিস্তিনের দুই শাসকগোষ্ঠী হামাস ও ফাতাহর শীর্ষ নেতাদের বৈঠক চলছে। যুদ্ধের পর গাজায় সরকার পরিচালনার জন্য একটি কমিটি গঠনের বিষয়ে তাঁরা আলোচনা করছেন। মিসরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সময় গত শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ টিভি।
গাজায় ইসরায়েল ও অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য জোর চেষ্টা চালাচ্ছে মিসর। মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছেন দেশটির কর্মকর্তারা। এর অংশ হিসেবে যুদ্ধের পর গাজা কেমন হবে, তা নির্ধারণে হামাসের সঙ্গে অবরুদ্ধ পশ্চিম তীরের শাসকগোষ্ঠী ফাতাহকে আলোচনার টেবিলে বসিয়েছে মিসর।