গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রোবায়েত তোহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম। ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে ১ বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শেখ মোহাম্মদ রেদওয়ান, মাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান, সাংগঠনিক সম্পাদক রাফিয়া তাসনিম রীতি, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ মোল্লা, অর্থ সম্পাদক কাজি আতাহার হোসেন, সহ-অর্থ সম্পাদক সবুজ মনি দাস, দপ্তর সম্পাদক সুমায়া আক্তার, কর্পোরেট অ্যাফেয়ার বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন জিসান, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তানভীর আহমেদ, আইটি বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিদিতা চৌধুরী, মিডিয়া বিষয়ক সম্পাদক মবিনুল ইসলাম রাশা, সদস্য সমন্বয়কারী নাইমুর রহমান দীপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সেতু।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন- ফারজানা আনোয়ার, অনামিকা ভৌমিক, রাফিয়া সুলতানা, জান্নাতুল সোয়াদ, জাহিদ হাসান সানি, শুভ চন্দ্র দেবনাথ।
২য় কার্যনির্বাহী পরিষদের পরামর্শক পরিষদে দায়িত্ব পালন করবেন ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক গাজী ইশমাম হাসান এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজর ড. মো. ফুয়াদ হোসেন।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কৃষি অনুষদের প্রধান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল করিমসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এসইউ/জিকেএস