জুলাই গণ–অভ্যুত্থানের পরে গণ–আকাঙ্ক্ষা ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে। এখনো জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া শুরু হয়নি, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না। মুখে ঐক্যের কথা বললেও, ঐক্যের নামে বিভাজনের রাজনীতি চলছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্র সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এ সময় বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি জানিয়েছে ছাত্র ফ্রন্ট।
সমাবেশে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করার দাবি জানিয়ে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্রসংগঠনসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও একই ধারার শিক্ষার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে।