Homeদেশের গণমাধ্যমেগণঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার প্রবেশের সুযোগ পাবে: জাহিদ হোসেন

গণঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার প্রবেশের সুযোগ পাবে: জাহিদ হোসেন


জাহিদ হোসেন বলেন, কোনোভাবেই গণঐক্যে ফাটল ধরানো যাবে না। ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। বিএনপি চায়, ভোটাধিকারের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। নিজের ও দলের কৃতকর্মের কারণে লক্ষ্মণ সেনের মতো শেখ হাসিনাকে দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। গণহত্যাকারীদের আগে বিচারের মুখোমুখি হতে হবে, এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি না।

স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে বিএনপির ৫০০ নেতা-কর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিত্তের মালিক হলেও লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে। তারা সব সময় মানুষের অধিকার হরণ করেছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত