Homeদেশের গণমাধ্যমে‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’

‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’


গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা- বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ফেনীতে একটি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক ও দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে এবি পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল সমূহ সম্মুখভাগে অংশ নিয়েছে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়েছে।

আন্দোলনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী দলগুলো এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্ররা সামনে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়েছ, রাজনৈতিক দলগুলো তাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানানোর অপচেষ্টা করেছিল। জনগণ তা প্রত্যাখ্যান করেছে। ছাত্র-জনতা হত্যায় খুনিদের বিচার হতেই হবে। এটি সরকারকে নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে সবার ঐক্য থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব, নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী, সমাজ সেবা সম্পাদক এবি সিদ্দিক ভূঞা, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মণি, ফেনী সদর উপজেলার আহ্বায়ক সাহাদাত হোসেন ভুঁইয়া, সদস্য সচিব আবু সাঈদ, ফেনী পৌর সভার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের, সোনাগাজী উপজেলা আহ্বায়ক অধ্যাপক রহমত উল্লাহ, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, এবি যুব পার্টি আহ্বায়ক সফিউল্লাহ পারভেজ সদস্য সচিব এসএম সোহাগ ইব্রাহিম, ছাগলনাইয়া উপজেলা সমন্বয়ক নাফিজ ইমতিয়াজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত