খুলনা নগরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে ওই ঘটনা ঘটে।
আহত মো. শাহিন (৪০) খুলনা মহানগর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।