রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আল-আমিন শিকদার (৩২)। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আল–আমিনের লাশ একটি ফাঁকা প্লটে পড়ে ছিল। তিনি প্লটের পাশে ১০ তলা একটি ভবনের ছাদের চিলেকোঠায় থাকতেন। কক্ষটিতে আগুন লাগার আলামত পাওয়া গেছে। ওই কক্ষের বিছানাসহ অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে পুলিশ। তাদের ধারণামতে, প্রাণ বাঁচাতে আল-আমিন ছাদ থেকে লাফ দেন অথবা পড়ে যেতে পারেন।