Homeদেশের গণমাধ্যমেখিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ধারণা করা হচ্ছে, প্রথমে একটি স মিল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশে থাকা একটি গ্যারেজে আগুন লাগে। এরপর ওই গ্যারেজের আশপাশে থাকা সব গ্যারেজেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে গ্যাস সিলিন্ডার, রঙের সিলিন্ডার ছিল। পাশের গ্যারেজগুলো থেকে গাড়ি এবং যন্ত্রাংশ সরিয়ে নেওয়া গেলেও, সিলিন্ডার সরানো সম্ভব হয়নি। সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ সময় আশপাশের এলাকার ঘরবাড়িগুলো সব কেঁপে কেঁপে উঠছিল।

এসব গ্যারেজে প্রাইভেটকার এবং মাইক্রো মেরামত করা হয়। এসব মেরামতের গাড়িই এখানে ছিল। তবে আজ সবগুলো গ্যারেজেই বন্ধ ছিল।

আগুনে ক্ষতিগ্রস্ত মাসুম অটো মোবাইলস গ্যারেজের মালিক মো. মাসুম বলেন, আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে জানি না। আমি খবর পেয়েছি আগুন লাগার পর। আমাদের অটোমোবাইলস গ্যারেজ মালিক সমিতির একটি পিকনিক ছিল ৩০০ ফিট এলাকায়। এই এলাকায় সকল গ্যারেজ মালিক সেই অনুষ্ঠানে ছিল। অনুষ্ঠানে থাকা অবস্থায় আমরা জানতে পারি যে আগুন লেগেছে। আমার গ্যারেজে মেরামতের ৭টি গাড়ি ছিল। সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

আরেকজন গ্যারেজ মালিক জানান, এই এলাকায় একসাথে যতগুলো গ্যারেজ ছিল সেসব গ্যারেজের বেশিরভাগগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। সব গ্যারেজেই মানুষের মেরামত করতে দেওয়া গাড়ি ছিল। যেগুলো ঠিকঠাক করে গ্যারেজে রাখা হয়েছিল সবগুলোই গাড়ি পুড়ে গেছে। তবে কোন গ্যারেজ থেকে আগুন লেগেছে সেটি এখনো সঠিকভাবে বলা যায়নি।

ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনী, সাধারণ মানুষ এবং সেচ্ছাসেবীরা আগুন নেভাতে কাজ করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত