Homeদেশের গণমাধ্যমেখা‌লেদা জিয়া‌কে লন্ডনে স্বাগত জানাবেন যে পাঁচজন

খা‌লেদা জিয়া‌কে লন্ডনে স্বাগত জানাবেন যে পাঁচজন


বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে বুধবার সকালে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দ‌রে স্বাগত জানা‌বেন পাঁচজন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তা‌রেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ছাড়া বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানা‌তে যা‌বেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এমএ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর আহ‌মেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশ‌নের প‌ক্ষে কামাল উদ্দীন।

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়ে যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, বেগম জিয়া‌কে স্বাগত জানা‌তে আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বি‌ভিন্ন দেশ থে‌কে এরই ম‌ধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী লন্ডনে জ‌ড়ো হ‌য়ে‌ছেন। এত নেতাকর্মী হি‌থ্রো বিমানবন্দ‌রে গে‌লে সিকিউরিটি ইস্যু তৈরি হবে। তার চে‌য়ে বড় বিষয় হ‌লো, ম্যাডাম অসুস্থ। কাতার থে‌কে এয়ার অ্যাম্বু‌লেন্স‌টি লন্ডনের পথে রওনা হবার পর আমরা জান‌তে পারবো ঠিক কখন ম্যাডাম লন্ডনে পৌঁছা‌বেন।

‘তাই সব‌দিক বি‌বেচনা ক‌রে যুক্তরাজ্য বিএন‌পির আজ‌কের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হ‌য়ে‌ছে তা‌রেক রহমান সা‌হেব ও ডা. জোবাইদা রহমানের সা‌থে আমরা তিনজন যা‌বো।’

‘ম্যাডাম সুস্থ হবার পর যুক্তরাজ্য বিএ‌ন‌পি সাংবাদিক ও সুধীজ‌নের সম্মা‌নে লন্ড‌নে বড় প‌রিস‌রে অনুষ্ঠান করবে। ওই অনুষ্ঠানে বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান দুজনেই উপস্থিত থাকবেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত