বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা এবং হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ওই সব মামলা, সাজাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনা সরকারের সব মামলা প্রত্যাহার দাবি করেন।
এমরান সালেহ বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাঁকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি এবং দেশ থেকেও মাইনাস হয়ে গেছে।