লিয়াকত আলী ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন ওরফে শাকিল গ্রুপের রাজনীতির সঙ্গে যুক্ত। জোবায়েদ হোসেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
তবে এ সম্পর্কে জানতে আজ দুপুরে ফুলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘আমার কার্যালয়ে চাঁদাবাজির কোনো ঘটনা নেই, কেউ চাঁদা চায়নি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি আমার দপ্তরের কি না, তা–ও স্পষ্ট নয়। যেদিন ঘটনাটি দেখানো হয়েছে, সেদিন আমি অফিসে ছিলাম না। আমার অফিসের কেউ বিষয়টি সম্পর্কে বলতেও পারেনি। তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রেখেছি।’ তিনি আরও বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে দিয়ে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।’
তবে ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির একটি পক্ষের নেতা জোবায়েদ হোসেনের নাম ভাঙিয়ে উপজেলার দিউ গ্রামের লিয়াকত আলী সরকারি বিভিন্ন অফিসে চাঁদা দাবি করছেন। গত সোমবার বিষয়টি টের পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে চাঁদাবাজ হিসেবে তাঁকে ধরি। বিষয়টি নিয়ে সেদিনই আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি কোনো চাঁদাবাজি করতে যাইনি। ফেসবুকে কী ভাইরাল হলো, তা আমার দেখার বিষয় নয়।’