নিজের উপজেলা দেবীদ্বারের মানুষের কল্যাণ চান উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবীদ্বারে আর কোনো রাজনৈতিক সহিংসতা করতে দেওয়া হবে না। আপনি যে মতের বা পথেরই হোন না কেন, এতে কিচ্ছু আসে–যায় না। আমরা দেখব, আপনি দেশের কল্যাণ চান কি না, দেবীদ্বারের কল্যাণ চান কি না। যদি কল্যাণ চান, তাহলে আপনি আমাদের বন্ধু, আর যদি না চান, তাহলে আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকবেই।’
নাগরিক কমিটির মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মো. মজিবুর রহমান, সাইফুল ইসলাম শামীম, সাঈদ, নাহিদ হাছান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে শতবর্ষী দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেন।