অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোপা দেল রেতে ক্লাসিকো ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। কোচ হ্যান্সি ফ্লিকও দেখতে শুরু করেছেন ট্রেবল জয়ের স্বপ্ন।
এস্তাদিও মেত্রোপলিতানোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে একমাত্র গোল করেন ফেরান তোরেস। ৫-৪ গোলের অগ্রগামিতায় জেতে বার্সা। চলতি মৌসুমে তারা তিনটি প্রতিযোগিতারই ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
২০০৯ ও ২০১৫ সালে ট্রেবল জেতা বার্সা এবার লা লিগায় ৯ ম্যাচ হাতে রেখে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে তারা খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। এই বছর এরই মধ্যে জিতেছে স্প্যানিশ সুপার কাপ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, ‘এটা ভালো মুহূর্ত। কিন্তু আমি অভিজ্ঞ। আমি জানি কত দ্রুত এটা পাল্টে যেতে পারে। স্বপ্ন দেখা যেতে পারে এবং আমরা অনেক খাটবো এবং মনোযোগ ধরে রাখবো।’
তিনি আরও বলেন, ‘শিরোপা জেতা আমাদের জন্য বড় স্বপ্ন। আমরা প্রথম একটা (সুপারকাপ) পেয়েছি। কিন্তু ক্লাবে তাদের আরও বেশি বেশি শিরোপা জেতার সুযোগ আছে।’
বার্সা ও মাদ্রিদ লা লিগার শীর্ষ দুটি দল। শেষবার তারা কোপা ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে। আগামী ২৬ এপ্রিল সেভিয়ের এস্তাদিও লা কার্তুজায় ফাইনালে খেলবে তারা।
কিন্তু ফ্লিক এখনই ওই ম্যাচের দিকে তাকিয়ে নেই। এর আগে চারটি লিগ ম্যাচ রয়েছে, যার শুরু শনিবার রিয়াল বেতিসকে দিয়ে। তারপর রয়েছে ডর্টমুন্ডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ।
বার্সা কোচ বললেন, ‘আমি বর্তমানে বসবাস করছি, অতীত কিংবা ভবিষ্যতে নয়। এই কারণে আমি ফাইনাল নিয়ে ভাবছি না। যদি আপনি ফাইনাল নিয়ে জিজ্ঞাসা করেন, আমি বলবো পরের ম্যাচ বেতিসের সঙ্গে। ক্লাসিকো! এটা দারুণ। কিন্তু তার আগে আমাদের আরও অনেক ম্যাচ খেলতে হবে। আমার কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পরে এটি। আমার জন্য এটা এখন গুরুত্বপূর্ণ নয়।’