বিসিবির গঠনতন্ত্র সংস্কারে ক্লাবের স্বার্থে আঘাতের চেষ্টা চলছে—এমন অভিযোগে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করেছিল ঢাকার ক্লাবগুলো। কবে নাগাদ খেলা মাঠে গড়াবে সে ব্যাপারেও আছে অনিশ্চয়তা। এরই মধ্যে লিগ পিছিয়ে যাওয়ায় চরম সংকটের মধ্যে পড়েছেন প্রথম বিভাগে খেলা প্রায় ৪০০ ক্রিকেটার। বেশিরভাগ খেলোয়াড়েরই রুটি-রুজি বলতে এই লিগ। ক্লাবগুলোর ক্যাম্প বাতিল হওয়াতে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন তারা। সেজন্যই বৃহস্পতিবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে দেখা করেছেন প্রথম বিভাগের খেলোয়াড়রা। এসময় বিসিবি প্রেসিডেন্টকে লিগ ঘিরে অনিশ্চয়তার শঙ্কার কথাও জানান তারা।
২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। কিন্তু ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে সেটা স্থগিত হয়ে যায়। কবে নাগাদ শুরু হবে—সেটাও নিশ্চিত নয় খোদ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন খেলোয়াড়রা। সারাদেশের বিভিন্ন জেলা থেকে লিগে অংশ নিতে কবেই ঢাকায় এসেছিলেন তারা। কিন্তু লিগ স্থগিত হওয়াতে ক্লাবগুলো ক্যাম্প বাতিল করলে নিজ নিজ জেলায় ফিরে যেতে হয়েছে ক্রিকেটারদের। তারপরও শঙ্কা থেকে অনেকেই এখনো ঢাকায়। তাদের মধ্যে একটি দল বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় প্রায় ২০ মিনিটের মধ্যে খেলোয়াড়ের দাবি-দাওয়া শোনেন ফারুক আহমেদ। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খেলোয়াড়রা।
এ সময় খেলাঘর সমাজ কল্যাণ সমিতির অধিনায়ক আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘আমরা প্রত্যেকটা দল লালমাটিয়া, ঢাকা লেপার্ডস, সিটি ক্লাব, কলাবাগানসহ যতগুলো ক্লাব রয়েছে— তাদের সদস্য ও অধিনায়করা এখানে উপস্থিত ছিলাম। আমাদের মূল উদ্দেশ ছিল যে, প্রত্যেকটা খেলোয়াড় সারাদেশ থেকে প্রথম বিভাগ ক্রিকেট খেলতে চলে আসছিল। এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাব এবং বোর্ডের মধ্যে কোনো একটা সমস্যা চলছে। যার প্রভাব পড়েছে খেলায়।’
মাঠে খেলা না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন খেলোয়াড়রাই। অনেকের সংসার নির্ভর করে খেলার ওপর—সেজন্যই আসা জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু আমাদের লিগ, আমাদের সংসার চলাতে হয়। ৭-৯ মাস অপেক্ষা করি শুধু প্রথম বিভাগ ক্রিকেটের জন্য। এই পারিশ্রমিক দিয়ে আমরা আমাদের সংসার চালাই। যে কারণে ২০ দলের সিনিয়র ক্রিকেটার আমরা এ মুহূর্তে আপানাদের সামনে। কারণ একটাই, আমাদের লিগ কবে প্রেসিডেন্ট শুরু করবেন, সেটা জানার জন্য।’
একই কথা বলেছেন ঢাকা লেপার্ডসের খেলোয়াড় সাদ্দাম হোসেনও, ‘আমরাও খেলোয়াড়রা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, যেহেতু আমাদের ২০ তারিখ খেলা হওয়ার কথা ছিল সবাই জানেন। সেভাবেই আমরা অনুশীলন শুরু করেছিলাম। ক্লাব আমাদের ইতিমধ্যে যার যার বাড়িতে চলে যেতে বলছে। সেক্ষেত্রে আমরা কি এখন বাড়িতে চলে যাব, খেলতে পারব কি না, মাঠে ফিরতে পারব কি না—সে অনিশ্চয়তার মধ্যে আছি।’
তবে আলোচনার পর বিসিবি প্রেসিডেন্টের ইতিবাচক আশ্বাস মিলেছে জানিয়ে খেলাঘর অধিনায়ক আসাদুজ্জাম বলেন, ‘উনি (ফারুক আহমেদ) আমাদের একটা জিনিস নিশ্চিত করেছেন যে, কোনো সন্দেহ নেই লিগ হবেই। তোমরা লিগ পাবা। স্যার আমাদের ইনফর্ম করছেন, যতদ্রুত সম্ভব উনি করবেন। ২৫ তারিখ একটা মিটিং আছে উনাদের, ওটা বা ২৬ তারিখের ভেতর আমাদের একটা তারিখ দিয়ে দিবেন, কবে নাগাদ হবে।’