Homeদেশের গণমাধ্যমেক্রোমের একাধিক এক্সটেনশনে সাইবার হামলা, ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা

ক্রোমের একাধিক এক্সটেনশনে সাইবার হামলা, ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা


সাইবারহ্যাভেনের ঘোষণার পর নাজ সিকিউরিটির গবেষক হাইমে ব্লাসকো হ্যাকারদের ব্যবহৃত আইপি ঠিকানা ও ডোমেইন বিশ্লেষণ করে জানিয়েছেন, একই সময়ে আরও কয়েকটি ক্রোম এক্সটেনশনে ক্ষতিকর কোড যুক্ত করেছেন হ্যাকাররা। এর মধ্যে উল্লেখযোগ্য এক্সটেনশনগুলো হলো ইন্টারনেক্সট ভিপিএন, ভিপিএনসিটি, ইউভয়েস ও প্যারটটকস। এসব ব্রাউজার এক্সটেনশনের কয়েক লাখ ব্যবহারকারী রয়েছেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত