টেস্ট অভিষেক ২০২৩ সালের জুলাইয়ে। অভিষেক টেস্টেই করেছিলেন ১৮৭। এর পর থেকে যশস্বী জয়সোয়ালের ব্যাটে রানের ফল্গুধারা আর থামেনি। ২০২৩ সালে তিন টেস্ট খেলে করেছিলেন ২৮৮ রান। ২০২৪ সালে এসে তাঁকে যেন পেয়ে বসেছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশায়। রেকর্ডও হয়ে গেছে এতে।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের এক ইনিংস খেলে ভেঙে দিয়েছেন ৪৫ বছরের পুরোনো এক রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে ভারতের মাটিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডে জয়সোয়াল পেছনে ফেলেছেন কিংবদন্তি গুণ্ডাপ্পা বিশ্বনাথকে। ১৯৭৯ সালে ভারতের মাটিতে ১৩ ম্যাচে ১৯ ইনিংসে ১০৪৭ রান করেছিলেন বিশ্বনাথ। পুনে টেস্টের পর এ বছর ভারতের মাটিতে জয়সোয়ালের রান হয়ে গেছে ১০৫৬।