আবার বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। এটি কমিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে।
এনসিপির এমন প্রস্তাবের প্রেক্ষাপটে কোন দেশে কত বছর বয়সে ভোটার হওয়া ও জাতীয় নির্বাচন করা যায়, সেটি দেখা যাক—
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, বিশ্বের বেশির ভাগ দেশেই (৮৫ ভাগ) ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, কাতার, দক্ষিণ আফ্রিকাসহ অধিকাংশ গণতান্ত্রিক দেশ আছে এ তালিকায়। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপেও ১৮ বছরের আগে কেউ ভোট দিতে পারেন না। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার আগে দেশটিতে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ছিল ১৮। এরপর দেশটিতে এখনো নির্বাচন হয়নি।