Homeদেশের গণমাধ্যমে‘কোনো কেন্দ্রে একটিও ভোট না পড়া ইলিয়াস আলীর প্রতি সম্মান’

‘কোনো কেন্দ্রে একটিও ভোট না পড়া ইলিয়াস আলীর প্রতি সম্মান’


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে রামধানা কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এটা এম. ইলিয়াস আলীর প্রতি আপনাদের সম্মান ও ভালোবাসার বহি:প্রকাশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর এলাকার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবুজসাথী সমাজ কল্যাণ সংস্থার দুইযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এম ইলিয়াস আলীর ছোটভাই এম. আসকির আলীও গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে ইলিয়াস আলীর সুস্থ অবস্থায় ফেরত আসতে দোয়া কামনা করেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, আমরা ৫ আগস্টে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সব জায়গা থেকেই সমাজের উপকার করা যায়। এজন্য প্রয়োজন সঠিক শিক্ষা। একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিনের সমন্বয় থাকতে হবে। আর শিক্ষার শুরু হয় প্রাথমিক থেকেই। তাই প্রাথমিক শিক্ষাকেই প্রথমে গুরুত্ব দিতে হবে।

সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত