এর আগে সমাবেশে অবিলম্বে মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল এবং মেডিকেলের এই ফলাফল বাতিল ও ফল পুনঃ প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। আজকের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলসহ পুনঃ প্রকাশের দাবিও জানানো হয় সমাবেশে। সমাবেশে তাঁরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো, করতে হবে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল, পুনঃ প্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
শহীদ মিনারে অবস্থান নেওয়া ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফেরদৌস আহমেদ তানিম বলেন, ‘গতকাল ভর্তি পরীক্ষার যে ফলাফল দিয়েছে, এতে কোটার কারণে অনেক অযোগ্যরাও ভর্তির সুযোগ পেয়েছে, এমনকি অনেকে ঢাকা মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পেয়েছে। এই কোটাপ্রাপ্ত যত শিক্ষার্থী আছে, তাদের অবিলম্বে ভর্তি বাতিল করতে হবে। আগামী বছরগুলোতে যেন কোটাপ্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, এই দাবিতে আজ আমরা রাজপথে নেমেছি।’ তিনি প্রশ্ন করেন, ‘কোটা নিয়ে এত বড় আন্দোলনের পরও ফের আবার আমাদের আন্দোলনে নামতে হলো কেন?’