Homeদেশের গণমাধ্যমেকোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়তা পুস্তিকা’ বিতরণ

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়তা পুস্তিকা’ বিতরণ


মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডা. জোবাইদা রহমান প্রণীত জনসচেতনতামূলক বই ‘হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়তা পুস্তিকা’ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে জনসচেতনতামূলক এ বই বিতরণ করা হয়।

বই বিতরণ করেন বিশিষ্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বিএমএ বগুড়ার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হক রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ, বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সহকারী অধ্যাপক ডা. আনিসুর রহমান, বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ মীর সুফিয়ান জন, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. মেহরাব হোসেন, ডা. রাব্বি প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত