যশোরের কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় কালি মন্দিরে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে এবং সদস্য সচিব উৎপল দে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
এতে আরও বক্তব্য দেন, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতা প্রভাষক সুব্রত দাস বাদল, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, সদস্য সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী, কমলকৃষ্ণ চক্রবর্তী, স্যামুয়েল দাস, যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর কমিটির নেতা মলয় বসু, সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ, সাগরদাঁড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক শিক্ষক দিপংকর দত্ত, মঙ্গলকোট ইউনিয়ন শাখার নেতা ফনিভূষণ মন্ডল, পাঁজিয়া ইউনিয়ন শাখার নেতা পার্থ বসু, মজিদপুর ইউনিয়ন শাখার নেতা পরিমল দেবনাথ প্রমুখ।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন আলোচনা করা হয়।