Homeদেশের গণমাধ্যমেকুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫


কুষ্টিয়ার মিরপুরে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মো. সুজা উদ্দিন জোয়াদ্দার বলেন, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য মুকুলের ওপর চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এর প্রতিবাদে রোববার বিকেল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করে। এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলি রব্বান বলেন, রাশেদ মাহমুদ নাসির বিএনপির একজন সমর্থক। বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে মারামারির ঘটনাটি স্থানীয় বিষয়।

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাহাজালাল বলেন, মারামারির ঘটনায় হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মমিনুল ইসলাম বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত