ঘন কুয়াশার কারণে আবারও গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহনবোঝাই ছোট-বড় পাঁচটি ফেরি মাঝনদীতে ঘন কুয়াশার কবলে পড়ে আটকা পড়ে। অন্য ফেরিগুলো ঘাট এলাকায় নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, তিন দিন ধরে ঘন কুয়াশার কারণে এই দুই নৌপথে মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেরিসহ অন্যান্য নৌযান বন্ধ থাকছে। গতকাল প্রায় চার ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু হয়। গতকাল মধ্যরাত থেকে আবার ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হয়। রাত একটার দিকে ঘাট ছেড়ে যাওয়া ফেরি ভাষা শহীদ বরকত ও কপোতী মাঝনদীতে দিক হারিয়ে আটকা পড়ে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।