Homeদেশের গণমাধ্যমেকুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামানের অব্যাহতির আদেশ প্রত্যাহার

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামানের অব্যাহতির আদেশ প্রত্যাহার


দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামানকে আহ্বায়ক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে (টিপু) সদস্যসচিব করা হয়। কমিটিতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী ওরফে আবুকে (বর্তমান মহানগর বিএনপির আহ্বায়ক) ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। ওই কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একই দিন সংবাদ সম্মেলন করেন আমিরুজ্জামান। সেখানে তিনি বলেন, এ কমিটিতে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি কাকে সঙ্গে নিয়ে দল চালাবেন?

এরপর দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামানকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে দল থেকে অব্যাহতি দেওয়া হলেও আমিরুজ্জামান দলীয় কার্যক্রমে নিয়মিত অংশ নিয়েছেন। অবশেষে প্রায় আড়াই বছর পর তাঁর অব্যাহতির আদেশ প্রত্যাহার করল বিএনপি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত