কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাহবুল খান (৫০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মাহবুল খান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের আফজাল খানের ছেলে। বিজিবির ভাষ্য, তিনি ভারত থেকে বাংলাদেশে আনা পণ্য চোরাচালান চক্রের সদস্য। গতকাল রাত দেড়টার দিকে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুড়িচং থানায় মামলা হয়েছে। রাতেই তাঁকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।