Homeদেশের গণমাধ্যমেকুবির আরো এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ 

কুবির আরো এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ 



কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৪  


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাসকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে কোটবাড়ী ফাঁড়ি পুলিশের কাছে তুলে দেন তারা।

বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ও ২০১৬ সালের আগস্টের প্রথম প্রহরে খুন হওয়া একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, “খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নিযার্তনকারী বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে, অতি শীঘ্রই আমরা সবাইকে পুলিশের হাতে সোপর্দ করবো। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম আরিফুর রহমান বলেন, “স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের ফোন দেয়। পরবর্তীতে আমাদের সদস্যরা গিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।”

এ ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, “সে মামলার ২৯ নম্বর আসামি। এরই পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে।” তবে এ মামলা কবে করা হয়েছে, কোন ধারায় করা হয়েছে, বাদী কে- এসব বিষয়ে তিনি কোন তথ্য দিতে পারেননি।

গত ১২ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এসকে মাসুম নামের দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

ঢাকা/এমদাদুল/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত