নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
জিতু কবীর/জেডএইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।