জম্মু ও কাশ্মীরের বিষয়ে ফলকার টুর্কের করা মন্তব্য নিয়ে অরিন্দম বাগচি বলেন, তিনি (ফলকার টুর্ক) জম্মু ও কাশ্মীর না বলে ওই অঞ্চলকে ‘ভুলভাবে কাশ্মীর হিসেবে উল্লেখ করেছিলেন।’ এই ভুল বর্ণনা এমন সময়ে করা হয়েছে, যখন অঞ্চলটি শান্তি ও উন্নয়নে উল্লেখযোগ্য উন্নতি করেছে।
অরিন্দম বাগচি আরও বলেন, ‘এটা একটা প্রহসনের মতো শোনায় যখন আমরা দেখি, এই মন্তব্য তখন করা হয়েছে, যখন এই অঞ্চলের নিরাপত্তার উন্নতি, স্থানীয় নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, ক্রমবর্ধমান পর্যটন এবং দ্রুত অবকাঠামোগত বৃদ্ধির প্রশ্নের উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।’