Homeদেশের গণমাধ্যমেকাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া বুলেট আম বাগান থেকে উদ্ধার

কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া বুলেট আম বাগান থেকে উদ্ধার


রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকার আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় তারা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদফতরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) ও কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮-তে যোগাযোগ করতে বলা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত