অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রথম মৌসুম থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ওটিটি সিরিজ। চলতি বছর জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, শ্বেতা ত্রিপাঠি, বিজয় বর্মাদের দেখা মিললেও পাওয়া যায়নি দিব্যেন্দু শর্মাকে। অনুরাগীরা তাই তৃতীয় সিজনে মুন্না ভাইয়ার অভাব বোধ করেছেন। মির্জাপুরের গদির লড়াই দেখা যাবে বড় পর্দায়। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, এবার বড় পর্দায় আসতে চলেছে ‘মির্জাপুর’।