মাদারীপুরের কালকিনিতে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা শুরু হয়েছে। সোমবার (৩১ মার্চ) উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ মেলা শুরু হয়। শেষ হবে মঙ্গলবার।
মূলত ঈদের দিন এ মেলা শুরু হয়ে চলে দুদিন। ঐতিহ্যবাহী এ মেলায় মানুষের ঢল নামে।
স্থানীয়রা জানান, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুর দিকে তিন-চারটি মিষ্টির দোকান থাকলেও আজ সেটি বৃহত্তর আকারে অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঈদের দিনের জন্য মেলার আয়োজন করা হলেও মেলা চলে দুদিন। মেলায় নানা ধরণের খাবারের দোকান, আসবাবপত্র, কসমেটিকস, খেলনা, ঘর সাজানোর জিনিসপত্রসহ নানা ধরণের অর্ধশত দোকান বসেছে। আশপাশের জেলা থেকেও মানুষজন এ মেলায় ঘুরতে আসে।
পরিবার নিয়ে ঘুরতে আসা মিন্টু রহমান বলেন, মেলা আমাদের এ রমজানপুর গ্রামের ঐতিহ্য বহন করে। বাপ-দাদার কাছ থেকে শুনেছি প্রায় ২০০ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তাই পরিবার নিয়ে ঘুরে এসেছি।
মেলায় ঘুরতে আসা ১০ বছরের শিশু তাহসিন বলেন, মেলায় অনেক খেলনা পাওয়া যায়। তাই বাবার সঙ্গে মেলায় এসেছি। অনেক ভালো লেগেছে।
মেলায় খেলনা বিক্রেতা মহসিন হোসেন, চটপটি ও ফুচকা বিক্রেতা জামাল মিয়া, প্রসাধনী বিক্রেতা কামাল বেপারী জানান, মেলায় আমাদের বেচাকেনা ভালো হয়। তাই প্রতিবছর এখানে দোকান দেই। লাভও ভালো হয়।
কালকিনির রমজানপুরের মেলা পরিচালনা কমিটির সদস্য স্বপন মোল্লা ও বদিউজ্জামান বিপ্লব জানান, ঐতিহ্যবাহী মেলা এটা। মেলায় ছোট-বড় নারী পুরুষ, শিশুসহ সব বয়সের মানুষের আনাগোনা হয়। ঈদের দিনের জন্য মেলা অনুষ্ঠিত হলেও দুদিন চলে এ মেলা। মেলার প্রবেশপথে সেচ্ছা সেবকরাও কাজ করছে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম